সিটিজেন চার্টারঃ
►পল্লী এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে অগভীর নলকুপ, তারা নলকুপ ও রিংওয়েল স্থাপন কাজ করা।
►সরকারী বরাদ্দ সাপেক্ষে হতদরিদ্রদের মধ্যে পল্লী এলাকায় স্যানিটারী ল্যাট্রিন বিনা মূল্যে বিতরণ করা।
►১০০% স্যানিটেশন কভারেজ অর্জনের লক্ষ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর বরাদ্দ সাপেক্ষে স্যানিটারী ল্যাট্রিন তৈরী ও বিক্রয় করা।
►১০০% স্যানিটেশন কভারেজ অর্জনের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো।
►পল্লী এলাকায় নলকুপ স্থাপনের পর পানির আর্সেনিক পরীক্ষা করা।
►সরকার নির্দেশিত প্রাথমিক স্কুলসহ পল্লী এলাকায় আর্সেনিক জরীপের জন্য প্রয়োজনীয় সংখ্যক নলকুপের পানি
ফিল্ড কিটের মাধ্যমে আর্সেনিক পরীক্ষা করা।
►বন্যার সময় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নলকুপ উঁচু করণ, আশ্রয় কেন্দ্রে অস্থায়ী নলকুপ ও
স্যানিটারী ল্যট্রিন স্থাপন,পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট বিতরণ,নলকুপ মেরামত,বন্যা পরবর্তী ডুবে যাওয়া নলকুপ
ব্লিচিং পাউডার দ্বারা জীবাণুমুক্ত করা।
►বরাদ্দ স্বাপেক্ষে নলকুপ তত্ত্বাবধায়ক পরিবারের মধ্যে প্রশিক্ষণ সহ এক জোড়া রেঞ্চ বিতরণ করা।
►পৌর এলাকায় অগভীর নলকুপ, গভীর নলকুপ; ওভারহেড ট্যাংক ও পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা
করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS